সুনামগঞ্জে লেগুনা-সিএনজির সংঘর্ষে নিহত ২

লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষ
লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের শান্তিগঞ্জে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের মদনপুর এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই সড়ক দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন—দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী(৩৫), দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম(৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিরাই থেকে সুনামগঞ্জে ছেড়ে আসা একটি লেগুনার সাথে দিরাইদিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক। পরে স্থানীয়রা অন্য আরও ৭ যাত্রীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, ‘লেগুনা -সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সেজু