বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কয়েকজন যুবক বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বাসপদুয়া সীমান্তে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিল্লাত, লিটন ও আফসার নামের ৩ যুবক গুলিবিদ্ধ হন।
পরে তাদের মধ্যে মিল্লাত ও আফসারকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করে। আর আফসার এখনও চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া গুলিবিদ্ধ লিটনকে বিএসএফ সদস্যরা ভারতের বিলোনিয়া হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতারের কাছে চলে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি।