স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ককে দাওয়াত না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
একপর্যায়ে অডিটোরিয়ামের মধ্যে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে উভয়গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।