বরিশালের গৌরনদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বরিশালে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
বরিশালে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া | ছবি: সংগৃহীত
0

‎বরিশালের গৌরনদীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ‎আজ (রোববার, ২৭ জুলাই) দুপুর ১টার দিকে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ককে দাওয়াত না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

একপর্যায়ে অডিটোরিয়ামের মধ্যে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে উভয়গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এসএস