ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষককে স্থায়ী বহিষ্কারসহ ৪ দাবিতে বিক্ষোভ

মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ
মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
10

ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করে লিখিত প্রজ্ঞাপন আদেশ জারি করাসহ ৪ দফা দাবিতে ময়মনসিংহ বড় মসজিদের সামনে প্রায় ২ ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে জামিয়া ফয়জুর রহমার রহ: বড় মসজিদ মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা।

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে এ বিক্ষোভে অংশ নেয় অন্তত কয়েকশ মাদ্রাসা শিক্ষার্থী।

এ সময় তারা অভিযোগ করেন, কয়েকমাস আগে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও আর্থিক দুর্নীতির অভিযোগে মাদ্রাসা থেকে বহিষ্কার হন মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুল হক। তবে বহিষ্কারের পরও এখন পর্যন্ত তিনি নিয়মিতভাবে মাদ্রাসার বেতন-ভাতাসহ সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছেন ।

বিষয়টি নিয়ে প্রথমে মাদ্রাসার সভাপতি জেলাপ্রশাসক এবং পরে বিভাগীয় কমিশনার বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি ও আলোচনা করলেও সমস্যা নিরসনে কোন ব্যবস্থা নেয়নি তারা ।

তাই আজকের মধ্যে সমস্যা নিরসনে প্রশাসন উদ্যোগ না নিলে পরবর্তীতে পুরো ময়মনসিংহ শহর ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে দাবি আদায়ে ৪ দিন ধরে সড়ক অবরোধসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন মাদ্রাসা শিক্ষার্থীরা।

সেজু