রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ৬৮ শতাংশ মানুষ বালাইনাশকের ক্ষতির শিকার

কৃষকের বালাইনাশক ব্যবহার
কৃষকের বালাইনাশক ব্যবহার | ছবি: সংগৃহীত
0

রাজশাহীতে বালাইনাশক ব্যবহার করে শতকরা বরেন্দ্র এলাকার ৬৮ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজশাহীর বরেন্দ্র গবেষণা প্রতিষ্ঠান বারসিকের এক গবেষণা সংবাদ সম্মেলন এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রাজশাহীতে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব বিষয়ক মাঠ পর্যায়ে অনুসন্ধান মূলক সমীক্ষা শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৩০ জুলাই) দুপুরে নগরীর জিরোপয়েন্টে একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে যে গবেষণা পত্র উপস্থাপিত হয়েছে তাতে দাবি করা হয়, দেশের চারটি এলাকায় নিষিদ্ধ কীটনাশকের ভয়াবহ প্রভাব পড়তে দেখা গেছে।

সেখানে বলা হয়, শুধু রাজশাহীর ৮ জেলায় ১৯টি গ্রামে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে দেখা গেছে দেশে নিষিদ্ধ বালাইনাশক ব্যবহার করে শতকরা ৬৮ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শতকরা ৯৩.৩৭ শতাংশ ব্যবহারকারী জানে না এটি নিষিদ্ধ বিপজ্জনক কীটনাশক।

বারসিকের আয়োজনে এ সংবাদ সম্মেলনে বলা হয়, বাজারে অহরহ এসব নিষিদ্ধ কীটনাশক পাওয়া যাচ্ছে, যেটি দেখার জন্য সরকারের কোন তদারকি নেই।

গবেষণায় বলা হয়, এসব নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।

আয়োজকরা বলেন, নিষিদ্ধ কীটনাশকও ব্যবহার কঠোরভাবে বন্ধ করতে হবে। কীটনাশক আইন ও বিধির প্রয়োগ করতে হবে। কীটনাশক সম্পর্কিত স্বাস্থ্য তথ্য নিবন্ধন করতে হবে। কিটনাশকের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ তহবিল গঠন করতে হবে।

শিগগিরই এ সকল বিষয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে বলেও জানান আয়োজকরা।

সেজু