পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে। ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
এমন ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে বলে জানানো হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’