র্যালিটি স্টেশন রোড, মিলগেট হয়ে পুনরায় টঙ্গী বাজারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় র্যালি থেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে সংক্ষিপ্ত পথসভায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, ‘চূড়ান্ত বিজয় এখনও আসেনি। ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়ছি। গুম-খুনের শিকার হয়েছি। এখন দরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যেখানে ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।’
পথসভায় আরও বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই মোস্তফা খান, বেনজির রহমান খান পিন্টু, রাজিব বিন শহীদ রিগান, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান মামুন প্রমুখ।