তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালীর কুতুবজুমের তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি বাড়ি তল্লাশি করে ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশি অবৈধ বৈদ্যুতিক জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ শ’ ৫ কোটি টাকা।
আরও পড়ুন:
তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসময় তিনি জানান, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।