ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন হত্যাকাণ্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
এ সাংবাদিকের অকাল মৃত্যুতে পুরো ফুলবাড়ীয়ায় গভীর শোক নেমে এসেছে।
আরও পড়ুন:
পারিবারিক সূত্রে জানা যায়, গাজীপুর ঈদগাহ মাঠে জুমার নামাজের পর সাংবাদিক তুহিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বাদ আছর নিজ গ্রামে ফুলবাড়ীয়ার মধ্য ভাটিপাড়া গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে।
পিতা হাসান জমিলের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার কনিষ্ঠ পুত্র তুহিন। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিলেন তিনি।