‘চাঁদাবাজ, দখলদার, দুষ্কৃতিকারীদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই’

নেতাকর্মীদের সঙ্গে আলাপ করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
নেতাকর্মীদের সঙ্গে আলাপ করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু | ছবি: এখন টিভি
0

চাঁদাবাজ, দখলদার, দুষ্কৃতিকারীদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ (শনিবার, ৯ আগস্ট) দুপুরে নিজ বাসভবনে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি আগেই বলে দিয়েছে চাঁদাবাজ, দখলদার, দুষ্কৃতিকারীদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই।’

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতরা যে দলের কর্মী হোক, তাদের আইনের মাধ্যমে শাস্তি পেতে হবে।’

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘যে সমস্ত রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছে তাদের মধ্যে মাত্র একটি দল ছাড়া কেউ কোনো নির্বাচন করেনি সিটও পায়নি।

শামসুজ্জামান দুদু ==আরও বলেন, ‘‘যারা পিআর পদ্ধতি চায়, তারা যদি মনে করে এটি খুবই জনপ্রিয় বিষয়, তাহলে বিষয়টি তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক। কেননা এই পদ্ধতি চালুর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেসব দেশে তিন বছরের মধ্যে অন্তত ১০ বার সরকার পতন হয়েছে। নেপালই যার বড় দৃষ্টান্ত।’

তিনি আরো বলেন, ‘যদি কোনো দল সামনে নির্বাচনে অংশ না নিতে পারে, দ্বায় সেই রাজনৈতিক দলকেই নিতে হবে ‘

এছাড়াও বলেন, ‘অন্তর্বর্তী সরকার আশা করি ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করাবে। নির্বাচনটা অন্তর্বর্তী সরকারের অধীনে হোক এটা বিএনপি চাচ্ছে।’

এএইচ