গাজীপুরে মশাল মিছিল করতে গিয়ে ছাত্রলীগের চার নেতা কারাগারে

আটক চার ছাত্রলীগ নেতা
আটক চার ছাত্রলীগ নেতা | ছবি: এখন টিভি
0

গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- নাহিদ হাসান, শৈশব বেপারী, শিব্বির মন্ডল ও দিনার আহমেদ। তারা উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। আটকের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (১১ আগস্ট) রাতে শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকায় গুলিস্থান পার্কের সামনে অপরিচিত যুবকদের আনাগোনা দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ছাত্রদলের নেতা কর্মীদের খবর দেন। খবর পেয়ে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা ওই যুবকদের ধাওয়া দেন।

এ সময় যুবকরা মশাল মিছিলের সামগ্রী ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ছাত্রদল কর্মীরা ধাওয়া করে চার ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল থেকে ওই চার জনকে আটক করে।

আরও পড়ুন:

আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) দুপুরে শ্রীপুর থানা থেকে গ্রেপ্তারকৃত ছাত্রলীগের কর্মীদেরকে জেল হাজতে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে ওঠানোর সময় জয় বাংলা স্লোগান দেন তারা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নাশকতার উদ্দেশ্যে তারা একসাথে জড়ো হয়েছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইএ