কুমিল্লায় ৪০ ঠিকাদারি প্রতিষ্ঠানকে এলজিইডির জরিমানা

কুমিল্লা কোটবাড়ি এলাকার সড়ক
কুমিল্লা কোটবাড়ি এলাকার সড়ক | ছবি: এখন টিভি
0

নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার এবং কাজের মান সন্তোষজনক না হওয়ায় কুমিল্লায় ৪০ ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩ কোটি টাকার বেশি জরিমানা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। শুধু আর্থিক জরিমানা নয়, অপরাধ বিবেচনায় শাস্তি হিসেবে চলমান কাজ বাতিল এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানের লাইসেন্স। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, এর মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে।

কুমিল্লা কোটবাড়ির রাজারখোলা থেকে শ্রীবিদ্যা হয়ে বড়ধর্মপুর সড়ক। সাড়ে ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি সংস্কারে যৌথভাবে কাজ করছে মদিনা কনস্ট্রাকশন ও ল্যান্ড মার্ক বিল্ডার্স নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সংস্কার কাজে পাঁচ বছর পার হলেও এখনও সুফল পাননি স্থানীয়রা। উল্টো ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে সড়কজুড়ে খানাখন্দ আর গর্তে ভোগান্তির মাত্রা বেড়েছে। যার কারণে ওই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, ‘পাথর ঢালায়ের পর কাজ বন্ধ ছিলো। দুমাস আগে পাথর ঢালাই করা হয়েছে, তা বৃষ্টির কারণে ভেঙে যাচ্ছে।’

এমনিভাবে কুমিল্লায় আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৪০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না করা, নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও কাজের মান সন্তোষজনক না হওয়ায় সেসব প্রতিষ্ঠানকে ৩ কোটি ১৩ লাখ টাকা জরিমানা করেছে এলজিইডি।

বিশ্লেষকরা মনে করেন, উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও সংশ্লিষ্ট দপ্তর নিয়ন্ত্রণের কারণে ও অপেশাদার ঠিকাদারদের দৌরাত্ম্যে উন্নয়ন কর্মকাণ্ডে জেলাজুড়ে এমন অনিয়ম।

দীর্ঘদিনের অব্যবস্থাপনায় এসব উন্নয়ন প্রতিষ্ঠান পরিণত হয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানে। জনগণের দুর্ভোগ ও ভোগান্তি লাঘব করতে হলে পুরোনো এ ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানোর দাবি সচেতন নাগরিক সমাজের। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও কাজের গুণগত মান নিশ্চিত হবে।

মানবাধিকার বিষয়ক পরামর্শক আলী আকবর মাসুম বলেন, ‘উন্নয়ন প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। আর যারা ঠিকাদারি করে তারা এটিকে দলীয় কার্যক্রমে পরিণত করেছে। এ সমস্যার নিরসনে সম্পূর্ণ ব্যবস্থাকেই নতুন করে সাজাতে হবে।’

এলজিইডি কুমিল্লা সিনিয়র সহকারী প্রকৌশলী আশরাফ জামিল বলেন, ‘সরকার টাকা দিচ্ছে সুফলের জন্য। কিন্তু মানুষদের উপকার না করে টাকা আত্মসাৎ করছে। এটি বড় একটি অপরাধ।’

এফএস