পদ্মায় সাঁতার শিখতে গিয়ে ২ মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান | ছবি: এখন টিভি
1

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে ঘটনাস্থল থেকে কিছু দূরে মরদেহ দুটি উদ্ধার করে ডুবুরি দল।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নওপাড়া জামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল-আমিন হোসেন সাঁতার শেখানোর জন্য ১০ থেকে ১২ ছাত্রকে নিয়ে পদ্মা নদীতে নওপাড়া ঘাটে গোসল করতে যায়।

এসময় একই এলাকার সাইফুল ইসলামের ছেলে ফরিদ ও ময়মনসিংহ ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানি সাঁতার শেখার এক পর্যায়ে নদীতে নিখোঁজ হয়। এসময় স্থানীয় ও দুই শিক্ষার্থীকে উদ্ধারে ব্যর্থ হলে পরে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয় স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন:

পরে ডুবুরি দল এসে বেলা ৩টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ঘটনাস্থল থেকে কিছু দূরে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে তারা।

এসএস