চাঁদতারা-৮ জাহাজের মাস্টার মামুন শেখ বলেন, বুধবার (১৩ আগস্ট) এমভি চাঁদতারা-৮ নামের লাইটার জাহাজটি মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে শাহ সিমেন্ট কারখানা থেকে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে যশোরের উদ্দেশে যাত্রা করে। রাতে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় নোঙর করে রাখে। ভোরে যশোরের উদ্দেশে রওনা করলে মেঘনার তীব্র স্রোতে পাশে নোঙর করে রাখা এমভি জামান জাহাজের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়।
স্থানীয়রা জানান, ভোরে জাহাজটি ডুবে যাওয়ার সময় নাবিকসহ ৮ জনকে উদ্ধার করা হয়। জাহাজে থাকা সিঁড়ি ও রশি উদ্ধার করে রাখা হয়েছে।
চাঁদপুর নৌ থানার এসআই বিল্লাল হোসেন জানান, জাহাজটি মূলত স্রোতের কারণে পানিতে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাবে।