কুমিল্লার সড়ক খানাখন্দে ভরা; আশ্বাসে আটকে সংস্কার কাজ

কুমিল্লার খানাখন্দে ভরা সড়ক
কুমিল্লার খানাখন্দে ভরা সড়ক | ছবি: এখন টিভি
0

কুমিল্লার প্রবেশ পথগুলো খানাখন্দে ভরা থাকায় নাজেহাল সাধারণ মানুষও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সংস্কার করা সড়কগুলোতে কমদামি কাঁচামাল ব্যবহার করা হয়েছিল, যার কারণে সড়কের স্থায়িত্ব কমে গেছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও সিটি কর্পোরেশন দ্রুত পুনঃসংস্কারের আশ্বাস দিয়েছেন।

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা নগরীতে প্রবেশের অন্যতম প্রধান সড়ক আলেখারচর থেকে শাসনগাছা। দূর্গাপুর থেকে শাসনগাছা ফ্লাইওভার পর্যন্ত সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশ এতটাই খারাপ যে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অল্প বৃষ্টিতেই জমে থাকা পানি ঢেকে দেয় গর্ত। কেন রাস্তাটি মেরামত হচ্ছে না, প্রশ্ন এ পথের চলাচলকারীদের।

স্থানীয়রা জানান, ভাঙা সড়ক তাদের তাদের ভোগান্তির কারণ। স্কুল-কলেজে, হাসপাতালে পৌঁছাতে তাদের সম্মুখীন হতে হচ্ছে নানা ঝামেলার।

অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেনানিবাস, মেডিকেল কলেজ, বার্ডসহ কোটবাড়ি পর্যটনকেন্দ্রে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কে বড় বড় গর্ত ও ঢেউ তৈরি হয়েছে। প্রতিনিয়ত যানবাহন দুর্ঘটনায় আহত হচ্ছেন পথচারীরা, বিশেষ করে অসুস্থ ও প্রবীণরা পড়ছেন চরম বিপাকে।

টমছমব্রিজ থেকে মেডিকেল কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক সওজের আওতায়। ড্রেনেজসহ ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিতে চাইলেও সিটি কর্পোরেশনের কাজ থেমে গেছে সওজের চিঠিতে।

সিটি কর্পোরেশন বলছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে কাজ শুরু হবে। সওজ জানিয়েছে, টেকসই মেরামতের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন মিললেই কাজ শুরু হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশন সচিব মোহাম্মদ মামুন বলেন, ‘কাজ সাময়িক সময়ের জন্য স্থগিত হয়ে আছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই অনুমোদন পাবো।’

সওজ নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘কোটবাড়ি থেকে মেডিকেল কলেজ পর্যন্ত সড়ক নিয়ে আমাদের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’

এফএস