সাটুরিয়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ১

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির মোড় সংলগ্ন দড়গ্রাম-সাটুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের আজান মিয়ার ছেলে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

একই ঘটনায় আহত সিএনজিচালক বারেককে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহিনুল ইসলাম।

এএইচ