গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন; ফায়ার সার্ভিসের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুনে পুড়ে যাওয়া গুদাম
আগুনে পুড়ে যাওয়া গুদাম | ছবি: সংগৃহীত
0

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের পুবাইলের ঝুট গুদামে লাগা আগুন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি গুদাম ও গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার (১৬ আগস্ট) রাত ১২টায় হায়দাবারাদ এলাকার ঝুট ব্যবসায়ী কাইয়ুম সরকারের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী মিজান ও আজিজের ঝুট গুদামে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ও জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটিসহ মোট পাঁচটি ইউনিট একযোগে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিস জানায়, গুদামগুলোতে গার্মেন্টসের ফেব্রিক্সসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে গুদামের পাশেই পুকুর থাকায় পাম্পের সাহায্যে চারপাশ থেকে পানি দেয়ায় আগুন আশপাশের গুদাম ও বাসা-বাড়িতে ছড়াতে পারেনি। রাত সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে নির্বাপণের কাজ শুরু করি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’

ইএ