নিহতরা হলেন- জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২০) ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে, অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৮)।
আরও পড়ুন:
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, দুপুরে কসবা থেকে আখাউড়াগামী একটি সিএনজি গঙ্গাসাগর ও ইমামবাড়ির মাঝামাঝি স্থানে গ্রিশনগর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি।
এ ঘটনায় অটোরিকশা চালক সাদেক ও একমাত্র যাত্রী পপি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।





