‘আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী প্রস্তুত; ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে রায়ই হোক, কার্যকর হবে’

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা | ছবি: এখন টিভি
0

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর হয় তার জন্য মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘ট্রাইবুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে। মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় যেটাই হোক, তা কার্যকর করা হবে।’

আজ (রোববার, ১৬ নভেম্বর) বরিশালে দুপুরে নগরীর পুলিশ লাইন্সে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍্যাব, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে একথা বলেন তিনি।

আরও পড়ুন:

উপদেষ্টা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে, সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী।’

এর আগে, বরিশাল পুলিশ লাইন্স কম্পাউন্ড পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সেজু