শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোণা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তে যে কোনো প্রকার পারাপার বন্ধ করতে নিশ্ছিদ্র টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:
টহল জোরদারের কারণ উল্লেখ করে তিনি জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী আততায়ী, যাতে সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য গতকাল দিনগত রাত ১২টা হতে সীমান্তের সব এন্ট্রি পয়েন্টে বিজিবি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে সীমান্তে সব চলাচল বন্ধে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী, চালক এবং সীমান্তে বসবাসকারী জনগণকে সম্পৃক্ত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।





