১১ দল নিয়ে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ

মাঠে ফুটবল অনুশীন করছেন নারীরা
মাঠে ফুটবল অনুশীন করছেন নারীরা | ছবি: এখন টিভি
0

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। ১১ দল নিয়ে ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আগামী আসর। গতকাল (শনিবার, ১৩ ডিসেম্বর) অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বৈঠকের পর এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আগামীকাল থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে দলবদল।

দেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন নারী ফুটবলাররা। টানা দুবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছেন ঋতুপর্ণা-আফঈদারা। এরপর দেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এশিয়ান কাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছেন দামাল কন্যারা। মার্চে মিশন অস্ট্রেলিয়ার জন্য এখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন নারী ফুটবলাররা।

এতো এতো সাফল্য যাদেরকে ঘিরে তাদের নিয়েই যত অনীহা। পেশাদার লিগ থাকলেও, নিয়মিত সেটি আয়োজন করা হয় না। তবে এক মৌসুম বিরতির পর অবশেষে নারীদের ফুটবল লিগ মাঠে গড়াতে যাচ্ছে।

বাফুফে নারী উইং মাহফুজা কিরণ বলেন, ‘টিমগুলোর যেহেতু ক্লাব লাইসেন্স ছিলো। সেখানে কাগজ জমাসহ আদারস ফরমালিটি নিয়ে অনেক সময় লেগেছে। এগুলো যাচাইবাছাই করতে অনেক সময় নিয়েছে। এ কারণে একটু দেরি হয়ে গেছে।’

এবারের নারী ফুটবল লিগে অংশ নিচ্ছে ১১টি দল। গত শনিবার ক্লাবগুলোর সঙ্গে মিটিং শেষে দলবদল থেকে শুরু করে কবে, কখন আর কোথায় হবে খেলা সেসব বিষয় নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান।

আরও পড়ুন:

বাফুফে নারী উইং মাহফুজা কিরণ আরও বলেন, ‘১৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এ ১৩ দিন দলবদল। ২৯ ডিসেম্বর লিগ শুরু। ৩০ জানুয়ারির মধ্যে লিগ শেষ। এটি সিঙ্গেল লিগ এখানে ৫৫টি ম্যাচ হবে। লিগের খেলাগুলো হবে কমলাপুর মাঠে।’

বয়সভিত্তিক ফুটবলারদের প্রাধান্য দিতে ম্যাচে ফুটবলার খেলানোর বাধ্যবাধকতা থাকবে। মাঠে পরিবর্তনের ক্ষেত্রেও মানতে হবে নিয়ম। দলগুলো চাইলে বিদেশি ফুটবলারও ভেড়াতে পারবে।

তিনি বলেন, ‘এ লিগে আমরা ফরেন প্লেয়ার চারটি অ্যালাউ করেছি। আমরা এবার এজ লেভেলকে গুরুত্ব দিয়েছি। রেজিস্ট্রেশন চলছে। সর্বোচ্চ ৩৫ জনকে রেজিস্ট্রেশন করতে পারবে একটি ক্লাব। আর সর্বনিম্ন ২৩ জনকে করতে পারবে। আমাদের অনূর্ধ্ব-১৭ থেকে চারজন প্লেয়ার থাকতে হবে প্রতিটি টিমে। অনূর্ধ্ব-২০ থেকে চারজন প্লেয়ারকে ডাকতে হবে। আর যখন ফাস্ট ইলেভেন নামবে মাঠে তখন সেখানেও অনূর্ধ্ব-১৭ থেকে দুইজন এবং অনূর্ধ্ব-২০ থেকে দুইজন নামাবে।’

দেরিতে হলেও নারীদের ফুটবল লিগ শুরু হচ্ছে এটাই এখন ফুটবলারদের জন্য স্বস্তির খবর। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধারাবাহিকভাবে লিগ আয়োজনের। নারী ফুটবলাররাও যেন এমন আয়োজনের মাধ্যমে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারেন সেটিকেও নজর রাখবে ফেডারেশন।

এফএস