মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযান; ৪৩ লাখ টাকার ৬ হাজার কেজি জাটকা জব্দ

অভিযানে জব্দকৃত জাটকা
অভিযানে জব্দকৃত জাটকা | ছবি: কোস্ট গার্ডের মিডিয়া উইং
1

মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় এক অভিযানে প্রায় ৪৩ লাখ টাকা মূল্যের ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া উইং জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৪৩ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাক ছেড়ে দেয়া হয়।

জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় বলেও জানানো হয়।

এসএইচ