ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্ত থেকে মুন্না মিয়া নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল (বুধবার, ১৭ ডিসেম্বর) উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

গতকাল সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

আরও পড়ুন:

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘মুন্না চোরাকারবারের সঙ্গে জড়িত। সে অবৈধভাবে ভারত সীমান্তে ঢুকে যাওয়ায় তাকে টহলরত বিএসএফ আটক করে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

এফএস