তবে আজ সবজি বাজারের চিত্র উল্টো, সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়া পৌর বাজারে সবধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।
সরেজমিনে, আজ কেজিতে ১০ টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ১০ টাকা কমে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, টমেটো ৫০, করলা ৪০, ঢেঁড়স ৩০, লাউ ৩০ থেকে ৪০ টাকা, আলু ২০ টাকা, পটল ৪০ টাকা, শসা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, কচু ৮০ ও বেগুন ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
তবে বাজারে সরবরাহ কম থাকায় পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এছাড়াও সবধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ কমে বিক্রি হচ্ছে বাজারে।
সবজির বাজার স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা-সাধারণ। বাজার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিয়মিত বাজার মনিটরিং করতেও দাবি জানিয়েছেন তারা।
এদিকে ব্যবসায়ীরা বলছে, বাজারে সবজির সরবরাহ বাড়তি থাকায় দাম কমেছে। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করা হয়, কম দামে কিনলে কম দামেই বিক্রি করেন তারা।
কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, ‘আমাদের বাজার মনিটরিং চলমান রয়েছে। কেউ বাজার অস্থিতিশীল করলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’