কুষ্টিয়ায় বিপুল ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবাসহ গ্রেপ্তার শাহারিয়ার জীবন
ইয়াবাসহ গ্রেপ্তার শাহারিয়ার জীবন | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া শহর থেকে ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ শাহারিয়ার জীবন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২'র সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহরের পাঁচরাস্তা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য ৮৮ লাখ ৪২হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তারকৃত শাহারিয়ার জীবন কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের নূর আলী মন্ডলের ছেলে। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া র‍্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে এক মাদক কারবারি ২টি গুড়া দুধের কৌটা ও ৫টি আচারের প্যাকেটে করে ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থান করছে।

ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২এর আভিযানিক দল বিকেলে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শাহারিয়ার জীবন দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এএইচ