এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। একই দাবিতে গতকাল কেএমপি সদর দপ্তরের প্রধান গেটে তালা লাগিয়ে দেয়া হয়।
পতিত আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ উল্লেখ করে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবি করছেন ছাত্র-জনতা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় এসআই সুকান্ত খুলনার সদর থানায় কর্মরত ছিলেন। পরে তাকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় বদলি করা হয়।
তার বিরুদ্ধে খুলনা সদর থানায় বিএনপি নেতা শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ জুলাই গণঅভ্যুত্থানের বেশ কয়েকটি মামলা রয়েছে।