অন্যের স্বামীকে মারতে উসকানির অভিযোগে বিএনপি নেত্রী আটক

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুন
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুন | ছবি: এখন টিভি
0

‘অন্যের স্বামীকে মারতে উসকানির’ অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ। গতকাল (শনিবার, ২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাহনাজ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি শহিদুল বলেন, ‘গত ২৩ জুন পারিবারিক কলহের জেরে স্বামীকে গরম ডাল ঢেলে ঝলসে দেন স্ত্রী তাজকেরা খাতুন। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘ঘটনার পর আহত ব্যক্তির ভাই ভোলাহাট থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে উঠে আসে, ঘটনায় তাজকেরা খাতুনকে উসকানি দিয়েছেন বিএনপি নেত্রী শাহনাজ খাতুন। এরপরই তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।’

ইএ