এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর শ্লীলতাহানির ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার চারজনকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গতকাল (রোববার, ২৯ জুন) সন্ধ্যায় গ্রেপ্তার সুমন, রমজান, আরিফ ও অনিককে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে এক নারীর ঘরে জোরপূর্বক প্রবেশ করে ধর্ষণ করে অভিযুক্ত ফজর আলী। ধর্ষণের পর চালানো হয় পাশবিক নির্যাতন। পরে নির্যাতিতাকে বিবস্ত্র করে সেই ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নৃশংস এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপরই শনিবার (২৮ জুন) রাতভর অভিযান চালিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রোববার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়।