কুমিল্লায় মাদক কারবারির অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

কড়ইবাড়ি গ্রামে ঘটনাস্থল
কড়ইবাড়ি গ্রামে ঘটনাস্থল | ছবি: এখন টিভি
2

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মাদক চোরাকারবারের অভিযোগ তুলে এক নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) সকাল ৯টা দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। তিনজনই একই পরিবারের সদস্য।

ঘটনাস্থলে উপস্থিত বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয়দের অভিযোগ, নিহত তিনজন মাদক কারবারে লিপ্ত ছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্তাধীন।’

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস