সখিপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দু’জন গ্রেপ্তার

অভিযুক্ত দুইজন গ্রেপ্তার
অভিযুক্ত দুইজন গ্রেপ্তার | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইলের সখিপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে সখিপুর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের লিটন (৪০) ও রফিক (৩৯)। অভিযুক্তদের মধ্যে একজন এখনও পলাতক রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই রাতে শাশুড়ির সঙ্গে পারিবারিক বিরোধের জেরে ওই গৃহবধূ কাউকে না জানিয়ে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত আনুমানিক ৩টার দিকে বড় মৌষা বাজার এলাকায় পৌঁছালে তিনজন মিলে তার পথরোধ করে এবং পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ঘটনা গোপন রাখতে হুমকি দেয়া হয় তাকে।

সখিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, ভুক্তভোগীর স্বামী বাকপ্রতিবন্ধী। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, ‘মামলার পরপরই দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এসএইচ