টেকনাফে ইউনিফর্মসহ নবী হোসেন ডাকাত দলের দুই সদস্য আটক

নবী হোসেন ডাকাত দলের দুই সদস্য
নবী হোসেন ডাকাত দলের দুই সদস্য | ছবি: এখন টিভি
1

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং বাজার এলাকা থেকে সশস্ত্র ডাকাত নবী হোসেন দলের দুই সদস্যকে সামরিক ইউনিফর্ম ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন ক্যাম্প ৮ ইস্টের মো. আলীর ছেলে ইমন (২৫) এবং ক্যাম্প ১৭ এর আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (১৫)।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত সামগ্রী নবী হোসেনের টেকনাফ সীমান্তবর্তী দ্বীপের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে তার নেতৃত্বে প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য অবস্থান করে বলে তথ্য রয়েছে।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি সামরিক ইউনিফর্মের শার্ট, ২০টি সামরিক প্যান্ট, ২০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, একটি ১২ ভোল্ট ব্যাটারি, ২টি ১৫০ ওয়াটের সোলার প্যানেল।

সেনাবাহিনী ও এপিবিএন সূত্র জানিয়েছে, নবী হোসেন ও তার সহযোগীরা মিয়ানমার থেকে মাদক এনে নাফ নদী পার হয়ে দেশের অভ্যন্তরে সরবরাহ করে। একইসঙ্গে তারা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে চাঁদা আদায় এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে দেয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

সম্প্রতি ১৩ জুলাই ক্যাম্প ১১ এলাকায় সেনাবাহিনী ও এপিবিএনের আরেক অভিযানে নবী হোসেনের চার সদস্যকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি উজি এসএমজি আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়।

এএইচ