এদিন বেলা ১২ টা থেকে নগরীর টাউন হল শহীদ মিনার চত্বরে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠান শুরুর আগে নগরীর টাউনহল মোড়, পাট গুদাম ব্রিজ মোড়সহ বেশ কয়েকটি স্থানে দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি অংকনের উদ্বোধন করেন বিএনপির নেতাকর্মীরা।
উদ্বোধন শেষে জুলাইয়ের ১ বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১ বছর আগে হয়ত বুকের ওপর থেকে ফ্যাসিবাদের পাথর নেমে গেছে। ৫ আগস্টের বিপ্লবে যে অর্জন ছিল তা ছিল আংশিক, পরিপূর্ণ বিজয় তখনি হবে যখন দেশে বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র সেটাকে ফিরিয়ে আনা যাবে।’
তিনি বলেন, ‘জনগণের ভোটের মধ্যে দিয়েই জনগণের প্রতিনিধি নির্বাচন করতে আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে সে সরকারের মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে।’
এছাড়া আগামীকাল ময়মনসিংহে এনসিপির পদযাত্রায় আগত নেতাকর্মীদের স্বাগত জানানোর পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।