‘নির্বাচনের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমিশন; এর আগে কে কী বললো গুরুত্বপূর্ণ নয়’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
0

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্যে না যেতে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। আর চূড়ান্ত তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে কে কী বললো, তা গুরুত্বপূর্ণ নয়।’

আজ (রোববার, ২৭ জুলাই) এখন টেলিভিশনকে এ তথ্য জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

এর আগে, গতকাল (শনিবার, ২৬ জুলাই) বিকেলে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি (সুস্পষ্টভাবে) বলেছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা। দেশে যে অরাজকতা, তার একমাত্র সমাধানের পথ নির্বাচন—এটা সরকার বুঝতে পেরেছে।’

এদিন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, জুলাই সনদ ঘোষণার সঙ্গে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘দেশে চলমান অস্থিরতার জন্য সাবেক স্বৈরাচারের মদদ রয়েছে। এছাড়াও জুলাই সনদের ঘোষণার সঙ্গে নির্বাচন কবে হবে প্রধান উপদেষ্টা জানাবেন।’

এনএইচ