এ দিন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন রুবেল। হঠাৎ করে কয়েকজন লোক সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে যায়।
তার চিৎকারে পাশে থাকা সিএনজি-অটোরিকশা চালকরা এগিয়ে আসেন এবং ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন:
সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এম এ জি ওসমানি কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশি তদন্ত অব্যাহত আছে এবং হত্যাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।