কুষ্টিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

অ্যাম্বুলেন্সে নিহত উর্মির মরদেহ
অ্যাম্বুলেন্সে নিহত উর্মির মরদেহ | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ৯ আগস্ট) গেল রাত ১১টায় হাউজিং এফ-ব্লকের একটি ভাড়া বাসা থেকে উর্মি খাতুন (৩৮) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে স্বামী রানা তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। নিহত উর্মি সদর উপজেলার জিয়ারুখী ইউনিয়নের গোপালপুর এলাকার মহিউদ্দিনের মেয়ে।

কুষ্টিয়া সিটি কলেজের সামনে কফি বিক্রেতা রানা তার স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে হাউজিং এলাকায় বসবাস করতেন। প্রায় রানার সঙ্গে তার স্ত্রীর উর্মির ঝগড়া বিবাদ লেগে থাকতো।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, স্থানীয়দের দেয়া খবরে উর্মি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী রানা পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড। তবে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এএইচ