গাজীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শ্রীপুর মডেল থানা, গাজীপুর
শ্রীপুর মডেল থানা, গাজীপুর | ছবি: এখন টিভি
0

গাজীপুরে ১১ বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার জনের বিরুদ্ধে। অভিযুক্তরা মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই শিশুকে ধর্ষণ করে আসছিল বলে জানা যায়। গতকাল (রোববার, ১০ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জেলার শ্রীপুর থানায় মামলা করেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে স্কুল থেকে ফেরার পথে একটি দোকানে অভিযুক্তরা তাকে কোল্ড ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এরপর অচেতন অবস্থায় পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে প্রায়ই ধর্ষণ করে বলে জানায় ভুক্তভোগীর বাবা।

আরও পড়ুন:

অভিযুক্তরা হলেন— মড়লপাড়া গ্রামের মো. শফিকুল ইসলাম (৩৫), জসিম উদ্দিন (৩০), মো. বাবুল মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)। এদের মধ্যে বাবুল মিয়া শিশুটির চাচাতো ভাই ও শফিকুল ইসলাম হায়দার তার কাকা।

এর আগে, বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে স্কুল থেকে ফেরার পথে আবারও অভিযুক্তরা ভুক্তভোগীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ওই শিশুটিকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় তারা।

এদিকে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে বাড়ি নেয়া হলে বিষয়টি জানাজানি হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।’

এসএইচ