পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (রোববার, ১০ আগস্ট) রাতে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হয়। পরে আজ (সোমবার, ১১ আগস্ট) দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে শাহআলম নামে এক কিশোরকে চাপাতি দিয়ে গলায় আঘাত করে অন্য পক্ষ। আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রেক্ষিতে বেলা ৪টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান শুরু করে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলাবাহনী। এছাড়া এ ঘটনায় একটি বিস্ফোরণ মামলা হয়েছে গতকাল।