মানিকগঞ্জ ও সাভারে একাধিক চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৬

অভিযানে আটককৃত ছয়জন
অভিযানে আটককৃত ছয়জন | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জ সদর ও ঢাকার সাভার উপজেলায় পৃথক অভিযানে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (সোমবার, ১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকার ধামরাই উপজেলার কুটিরচর গ্রামের ইউনুস আলী (৩০), একই উপজেলার বরদাইল গ্রামের সনজিৎ বিশ্বাস (২৮), সাভার উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সাগর ইসলাম (২৫), মজিদপুর গ্রামের হিমেল হোসেন (২১), ব্যাংক কলোনি এলাকার যতন দাস (৩২) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার সঞ্জয় দাস (৩০)।

পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ মেডিকেল কলেজের আনসার ক্যাম্পের বিল্ডিংয়ের সামনে ও ঢাকার সাভার এলাকায় অভিযান চালানো হয়। এসময় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য সাত লাখ ১০ হাজার টাকা।’

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এসএস