বিষয়টি নিশ্চিত করে শাখাটির ম্যানেজার জানান, রাত ১০টার দিকে তিনি জানতে পারেন দুর্বৃত্তরা ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। ব্যাংকটির ভল্টে ১৬ লাখ টাকার বেশি ছিলো। যার মধ্যে দুর্বৃত্তরা এক হাজার ৪০০ টাকা রেখে গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তবে ব্যাংক ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন:
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও চুরির সময় তারা অনুপস্থিত ছিলেন।