রাজধানীতে দিনদুপুরে বেড়েছে ছিনতাই; রাইড শেয়ার ব্যবহার করতে বলছে পুলিশ

ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য
ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য | ছবি: এখন টিভি
1

রাজধানীতে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়েই চলেছে। কেবল রাতেই নয়, দিনেদুপুরেও নগরবাসীরা তাদের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। পুলিশের পরামর্শ, বিপদ এড়াতে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করা নিরাপদ। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার পরিবর্তনের সময় নতুন অপরাধের উদ্ভব ঘটে, তাই এসব প্রতিরোধে পুলিশকে আরও তৎপর হতে হবে।

২১ সেপ্টেম্বরের ভোরে যখন আলো ফুটবে, তখনই অন্ধকার নেমে আসে কাওলার ১৭ বছরের এক কিশোরীর জীবনে। সিএনজি অটোরিকশায় ঘরে ফেরার পথে চালকের ছদ্মবেশে বেরিয়ে আসে দুর্ধর্ষ ছিনতাইকারী।

গন্তব্যের মাঝপথে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে চালক ছিনিয়ে নেয় কিশোরীর কাছে থাকা অর্থ ও স্বর্ণালঙ্কার। পরে তাকে জোর করে নেশাজাতীয় কিছু খাওয়াতে গেলে, বাধা দিতেই চাপাতির আঘাতে কোপানো হয় ভুক্তভোগীকে। ঘটনাস্থলে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশা নিয়েই পালিয়ে যান চালকের ছদ্মবেশে ছিনতাইকারী। ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী।

ভুক্তভোগী কিশোরীর মা আমেনা বেগম বলেন, ‘অনেক রক্তক্ষরণ হয়েছে শরীর থেকে। রক্ত দেয়া হয়েছে। অবস্থা এখনও ভালো হয়নি। পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত আছে সে।’

চলতি বছরের প্রথম ছয় মাসে ঢাকা মহানগরের ৫০টি থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে, চালকের বেশে ছিনতাই ও ডাকাতির ঘটনার সংখ্যা কত, তার তথ্য নেই ডিএমপির কাছে। তবে সতর্কতা হিসেবে নগরবাসীকে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘যারা রাইড শেয়ারিং অ্যাপ নিয়মিত ব্যবহার করেন, তাদের আরও বেশি সচেতন হতে হবে। রাইড শেয়ার কনফার্ম করে তারপর যাওয়া উচিত। কোনো কন্ট্রাক্ট করে চলাচল করা থেকে বিরত থাকতে হবে।’

আরও পড়ুন:

তবে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেও দিনেদুপুরে ছিনতাইয়ের মুখোমুখি হওয়ার ঘটনাও আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল তেমন ঘটনারই একজন ভুক্তভোগী।

ছিনতাইয়ের ভুক্তভোগী মোস্তফা কামাল বলেন, ‘আমরা দেখতে পাই, আট থেকে দশজন ছেলে আমাদের পেছনে আছে। তারা আমাদের কার্যক্রমগুলো সব ফলো করছিল। আমি রিক্সা থামিয়ে দাঁড়ালে দু’জন ছেলে এগিয়ে আসে। তখন আমরা বুঝতে পারি, আমরা বড় ধরনের বিপদে পড়ে গেছি।’

ঢাকার অপরাধপ্রবণতায় চালকের বেশে ছিনতাইকারী কিছুটা নতুন। সরকার পরিবর্তনের সময় এলেই অপরাধের নতুন ধারা তৈরি হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অধ্যাপক শামীম রেজা বলেন, ‘নির্বচনের আগে বা দুই সরকারের মাঝামাঝি সময়ে আমরা আইনশৃঙ্খলার অবনতি দেখি। মানুষের নানা রকমের বিচ্যুতির কারণে নতুন নতুন অপরাধ প্রবণতা বাড়ছে।

‘অভিযোগ পেলে ব্যবস্থা’ এমন নীতি থেকে সরে এসে পুলিশকে অপরাধের ধরণ অনুযায়ী বিশেষ কৌশলী হওয়ার পরামর্শও শামীম রেজার।

এফএস