ঈশ্বরদীতে নিখোঁজের দুই দিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে
মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে | ছবি: এখন টিভি
0

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের দুই দিন পর ভ্যান চালক ইমান আলী প্রামাণিকের (৫৪) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সুগার মিলের পার্শ্ববর্তী রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। নিহত ইমান আলী মনসিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল প্রামাণিকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমান আলী প্রামাণিক গত সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ভ্যান চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত গভীর হলেও না ফেরায় পরিবারের লোকজন অনেক খুঁজেও তাকে না পেয়ে গতকাল (মঙ্গলবার, ১৪ অক্টোবর) ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আরও পড়ুন:

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম আব্দুন নূর বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি তবে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ইএ