সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
অভিযানে দুইটি বিদেশি পিস্তল এবং ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেপ্তারের প্রাক্কালে স্থানীয় জনগণ কর্তৃক মারধরের শিকার হয়ে গুরুতর আহত হলে পুলিশের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
অপরদিকে পৃথক একটি অভিযানে, রাজধানীর রায়েরবাগ এলাকায় একজন হত্যা মামলার আসামি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তির বিরুদ্ধে গত ১০ নভেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সশস্ত্র সংঘর্ষে জড়িত থাকার এবং হত্যার অভিযোগে মামলা দায়ের রয়েছে। গ্রেপ্তার হওয় ব্যক্তির তথ্যের ওপর ভিত্তি করে, সংঘর্ষের ঘটনাস্থল মোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুটকৃত একটি শটগান ও এক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর জন্য জানিয়েছে সেনাবাহিনী।’





