স্থানীয়রা জানায়, রাতে বিয়ের প্রস্তুতির সামাজিক বৈঠকে রবিউলের সঙ্গে একই বাড়ির জসিমের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে রবিউলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
এসময় রবিউলের স্বজনরা উদ্ধার করতে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে জসিম।
পরে স্থানীয়রা জসিমকে ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।





