চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

ছুরিকাঘাত
ছুরিকাঘাত | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ব্যক্তি। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী উপজেলার মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে বিয়ের প্রস্তুতির সামাজিক বৈঠকে রবিউলের সঙ্গে একই বাড়ির জসিমের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে রবিউলের গলায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

এসময় রবিউলের স্বজনরা উদ্ধার করতে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে জসিম।

পরে স্থানীয়রা জসিমকে ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সেজু