নোয়াখালীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি; পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসীর’ মৃত্যু

ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা
ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা | ছবি: এখন টিভি
0

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছিনতাইকালে এলাকাবাসীর গণপিটুনিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জুর (২৫) মৃত্যু হয়েছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীরা একত্রিত হলে অভিযুক্ত ছিনতাইকারীকে গণপিটুনির এ ঘটনা ঘটে।

আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মন্দার বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম মঞ্জু চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার রোহন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বেগমগঞ্জসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রসহ ৫টির বেশি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় মঞ্জু দক্ষিণ হাজীপুর এলাকার মন্দার বাড়ির সামনে এক ব্যবসায়ীকে সিএনজি থেকে নামিয়ে ২০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় বিষয়টি জানাজানি হলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে গণপিটুনি দিলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

পুলিশ জানায়, নিহত মঞ্জু এলাকার একজন চিহ্নিত অপরাধী। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। বেগমগঞ্জ মডেল থানায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ৫টি মামলা, ২টি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) এবং একাধিক অভিযোগ রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর বারী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৫টির বেশি মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত চলছে।’

এসএইচ