কোস্ট গার্ডের অভিযানে বরগুনায় ১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

হরিণের মাংসসহ আটকশিকারি
হরিণের মাংসসহ আটকশিকারি | ছবি: কোস্ট গার্ড
1

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ১০২ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) মধ্যরাতে বরগুনার পাথরঘাটার কাঠালতলী গ্রামে কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন বিশেষ অভিযান চালিয়ে এ হরিণের মাংস জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার, ১৩ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশনের একটি দল। অভিযানের সময় ওই এলাকা থেকে অবৈধভাবে সংরক্ষিত ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে হরিণ শিকারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. লিটনকে আটক করা হয়।

আরও পড়ুন:

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

কোস্ট গার্ডের অভিযানে আটক হওয়া ব্যক্তির নাম মো. লিটন (৪৯), তিনি পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা মো. রুস্তম আলীর ছেলে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

এএইচ