খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত এক যুবক

নিহত আব্দুল বাছেদ বিকুল
নিহত আব্দুল বাছেদ বিকুল | ছবি: এখন টিভি
0

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় গভীর রাতে আব্দুল বাছেদ বিকুল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ১১ জানুয়ারি) সকাল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ পড়ে আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, পাশে রয়েছেন পরিবারের সদস্যরা।

গতকাল (শনিবার, ১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি। নিহত বিকুলের বাড়ি খুলনা নগরের দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, বিকুল একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন ওই এলাকায় বিকুলরা পিকনিক করার জন্য গিয়েছিল।

স্থানীয়রা জানান, গভীর রাতে নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাইরে বেরিয়ে বিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখেন। সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসএইচ