কানে বাংলাদেশি ‘আলী’র ইতিহাস, নিষেধাজ্ঞা পেরিয়ে ইরানি নির্মাতার চমক

আদনান আল রাজীব, জাফর পানাহি
আদনান আল রাজীব, জাফর পানাহি | ছবি: সংগৃহীত
0

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত এই সিনেমাটি। বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল। এদিকে ১৫ বছর নিষেধাজ্ঞার কবলে থেকেও কানের এবারের আসরে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছেন ইরানের নির্মাতা জাফর পানাহি।

ফ্রান্সের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন। মঞ্চে দাঁড়িয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের ফল ঘোষণা করছেন জার্মান পরিচালক মারেন আদে। স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার পাওয়া সিনেমার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে নতুন এক ইতিহাসের সাক্ষী হল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পেলো আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’।

এবারের আসরে চার হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ১১টি ছবির মধ্যে একটি ছিল বাংলাদেশের আলী। দেশের উপকূলের এক শহরের গল্প। নারী কণ্ঠে গান গাইতে পারে এমন এক কিশোরের গল্পকে কেন্দ্র করে ১৫ মিনিটের এই চলচ্চিত্রটি নির্মাণ করেন আদনান আল রাজীব। অথচ এই কিশোরের বসবাস এমন এক শহরে যেখানে গান গাওয়ার অনুমতি নেই নারীদের। একটি গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে সাগরপাড়ের ওই এলাকা ছাড়তে চায় কিশোর। এমনই একটি গল্পকে সেলুলয়েডে তুলে এনেছেন বাংলাদেশি এই নির্মাতা। যার প্রদর্শনী হয় গেল শুক্রবার।

আলী সিনেমায় আলীর চরিত্র অভিনয় করেছেন নবাগত আল আমিন। পার্শ্ব একটি চরিত্রে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।

১৩ মে থেকে শুরু হওয়া বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরে কমতি ছিল না স্মরণীয় মুহূর্তের। সরকারি নিষেধাজ্ঞার কারণে ১৫ বছর সিনেমা থেকে দূরে থেকেও ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমার জন্য কান ফেস্টিভ্যালে পালমে ডি’অর বা সেরা ফিচার ফিল্মের পরিচালকের পুরস্কার জিতেছেন ইরানের নির্মাতা জাফর পানাহি। পালমে ডি’অর ছাড়াও ২০১৫ তে ‘ট্যাক্সি’ সিনেমার জন্য বার্লিনে গোল্ডেন বিয়ার ও ২০০০ সালে ভেনিসে দ্যা সার্কেলের জন্য গোল্ডেন লায়ন জিতে ইউরোপের তিনটি সম্মানজনক পুরস্কার ঝুলিতে ভরেছেন বিশ্বনন্দিত এই নির্মাতা।

এছাড়াও গ্র্যান্ড প্রাইজ বা সেরাদের তালিকায় দ্বিতীয় সেরা ফিচার ফিল্মের খেতাব জিতেছে নরওয়ের নির্মাতা উয়াকিম তিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। দ্য সিক্রেট এজেন্ট সিনেমার জন্য জুরিদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ব্রাজিলের ক্লিবার মেনডঙ্কা ফিলিয়া। এই সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতার খেতাব জিতেছেন ভাগনার ম্যেওরা। আর ‘দ্য লিটল সিস্টার’ সিনেমায় দুর্দান্ত পারফরমেন্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাডিয়া মিলেইতি।

‘ইয়ং মাদার্স’ সিনেমার চিত্রনাট্যের জন্য যৌথভাবে বেস্ট স্ক্রিনপ্লের খেতাব জিতেছেন জিন-পিয়ের ও লুক দারদেন্নে। জুরিদের বিচারে যৌথভাবে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে ওলিভার ল্যাক্সের সিনেমা ‘সিরাট’ ও জার্মান নির্মাতা মাশা সিলিনস্কির ‘সাউন্ড অব ফলিং’ । এছাড়া এবারের আসরের স্পেশাল প্রাইজ বিভাগে পুরস্কার জিতেছে চীনা নির্মাতা বি গানের সিনেমা ‘রেজুরেকশন’।

এসএস