আজ (সোমবার, ২১ জুলাই) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় লিখেছেন, ‘হতাহত সকলের প্রতি আমার গভীর সমবেদনা। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’
শাকিব খান বলছেন, ‘আমরা সবাই যেন এগিয়ে আসি, দুঃসময়ে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়াই।’

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।