বাজেট যাই হোক না কেন জবাবদিহিতা জরুরি: দেবপ্রিয় ভট্টাচার্য

0

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাজেট যাই হোক না কেন, তার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা যেন থাকে। যে টাকাই খরচ হোক না কেন, সেটার যেন সঠিক লক্ষ্য থাকে।’

আজ (রোববার, ৫ মে) সকাল ১০টায় সিপিডির উদ্যোগে এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর সহযোগিতায় ‘নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘রাষ্ট্রীয় ও ব্যক্তিগত বিনিয়োগ কমে যাওয়ার কারণে আর্থ-সামাজিক উন্নয়ন প্রবৃদ্ধির ধারা থেমে গেছে। আর অর্থনীতিতে ৩টি সমস্যা হয়েছে। অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি বৃদ্ধিসহ প্রবৃদ্ধির হার ধীর হয়েছে। এছাড়া সরকারের খরচ করার সক্ষমতা কমেছে।’

আর জিডিপির ৩৭ শতাংশ সরকারের ও ৫ শতাংশ বেসরকারি ঋণ। সবমিলিয়ে জিডিপির ৪২ শতাংশ ঋণ রয়েছে বলেও জানান তিনি।

এএইচ