আজ (রোববার, ২৫ মে) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বন্দর ভবনের সামনের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় মিছিলসহ বিক্ষোভ সমাবেশ করেন বন্দরের শ্রমিক কর্মচারীরা।
সমাবেশে বক্তারা বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বন্দরের রাজস্ব আয়ের মূল জোগানদার। বছরে এই টার্মিনাল থেকে দেড় হাজার কোটি টাকা আয় হয়।
অত্যাধুনিক যন্ত্রপাতি থাকায় স্বয়ং সম্পন্ন এই টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়া হলে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাবে বলে অভিযোগ করেন তারা।
এ অবস্থায় অপারেটর সাইফ পাওয়ারটেককে নিউমুরিং কনটেইনার টার্মিনাল থেকে চলে যাওয়ার দাবি জানান তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ।